কৃষকের হাসি

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

জাহাঙ্গীর ডালিম
ভোর বেলাতে লাঙ্গল কাঁধে মাঠে নামে চাষি, দিবা শেষে রাত্রি আসে তাদের মুখে হাসি। ভাদ্র মাসে বাংলার কৃষক ফলায় সোনার ধান, কার্তিক মাসে সোনার ধানে জুড়ায় তাদের প্রাণ। ধানের পরে ধান যে কাটে নাইরে ধানের শেষ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ।