শরৎবেলার গান

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

জুলফিকার আলী
শরৎ ঋতুর এমন দেশে শিউলিরা সব উঠল হেসে বলল খুকু আয়, কাশবনে ওই কাশের ফুলে হাওয়ায় দুলে আজ খুকিকে সাথে নিতে চায়। দীঘির জলে শাপলা ফুলে রঙের বাহার দেখায়, তাল পেকেছে গাছ থেকে তা নিচে পড়ে যায়। সে তাল এবার কুড়িয়ে খুকি মাকে এনে দেয়, শরৎ এসে তালের পিঠের মিষ্টি খবর নেয়। গাও-গ্রামের যত শোভা শরৎ ঋতুর দান, ফুল পাখি গায় খুকির সাথে শরৎবেলার গান।