মামার বাড়ি যাবো

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অভি দে শিবা
মনটা আমার বায়না ধরে মামার বাড়ি যাবো, মামার দেশে থাকবো হেসে ঘুরে ফিরে খাবো। মামির হাতে দুধে ভাতে মনটা আমার ভরে, আম বাগানে জাম বাগানে মনটা থাকে পড়ে। আতা গাছে শালিক নাচে থোকা থোকা আতা, এমন দৃশ্য দেখে আমার বেঁকে বসে মাথা। মামাতো ভাই তাকে পেলে সফর হবে জবর, ঠাম্মা আমায় ফোনে ডাকে এইতো গরম খবর। তাড়াহুড়ো উড়ো উড়ো ঢেউ জেগেছে মনে, ঠাম্মার সাথে গল্পে মেতে উঠব প্রতি ক্ষনে।