শরৎ এলো

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

শাহীন খান
শরৎ এলো আমার দেশে ফুটলো দারুণ কাশ দীঘির জলে খেলা করে রাজহংসী, রাজহাঁস। তারায় তারায় পিদিম জ্বলে ফুলের সুবাস আসে রূপকাহিনী ভেসে বেড়ায় রাতেরই আকাশে! জোনাক পোকা জ্বলে নেভে ঝোঁপে, বাঁশের বনে কবি লেখেন কাব্য ছড়া বসে আপন মনে। চাঁদ মামাটা হেসে ওঠে মনের কথা বলে দোলা লাগে কি যে আমার বুকে, হিয়া তলে!