কাঠবিড়ালির বেশে

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

দিপংকর দাশ
যাবি যদি মামার বাড়ি আয় ছুটে আয় ওরে, মামার বাড়ির আতা গাছে বড় আতা ধরে। পাকলে লাগে ভীষণ মিঠা দেখতে হলুদ বরণ, গাছে উঠে পাড়তে আতা পিছলে যায় যে চরণ। লুকিয়ে থাকে পাতার ফাঁকে ধরতে গিয়ে ডালটা, বেরিয়ে আসে হঠাৎ করে পাকা আতা লালটা। আতা নিয়ে ছুটে বেড়াই মামার উঠোন জুড়ে, খেলার ছলে আতা সাবাড় খোসা ফেলি দূরে। আতা পাকার দিনে ছুটি মামার বাড়ির দেশে, হানা দিতে আতার ডালে কাঠবিড়ালির বেশে।