খাই না

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আসাদ জোবায়ের
তুমি বলো আমি কিছু খাই না তাই না, তাই না, তাই না? এই দেখ আমি খাই রোদ- বৃষ্টির ছাঁট খাই, বাতাসের দোলা খাই আর কান মলা খাই কিল খাই বন্ধুরা নিলে প্রতিশোধ। ভোরবেলা খাই টুথপেস্ট- বই থেকে পাতা খাই, কলমের মাথা খাই, জামা থেকে টেনে টেনে হাতা খাই আর খাই বসে বসে রেস্ট। তবু কিছু খাই না তাই না?