স্বপ্নের টানে

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ছৈয়দুল করিম স্বপ্নের টানে ছুটছে মন বাঁকখালীর ঐ তীরে, সফল আমার আছে কোথায় দেখবো শহর ঘুরে। নতুন করে বিদ্যাসাগর করব আমি পার, কোথায় আমার স্বপ্ন পূরণ দেখব বারংবার। বাবা মায়ের আশা আমি দেখব নতুন করে, বিদ্যার আলোয় স্বপ্ন পূরণ করব ভুবন ঘুরে। এদিক ওদিক দেখতে গেলে কঠিন অনেক কিছু, থেমে যাবে স্বপ্নের জীবন যদি দেখি পিছু। আসুক না যত কঠিন বাঁধা থামব না তো আর, শান্তি মনে বিদ্যাসাগর করব আমি পার।