ফুলের নেশা

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আনোয়ার হোসেন সোহাগ ফুল ফুটেছে গাছে গাছে দেখতে লাগে বেশ, খোশ-আমদে ছন্নছাড়ায় হয়কি দেখার শেষ! খোকা খুকি অবাক হয়ে হারায় ফুলের ঘ্রাণে, নেশা তাদের বেড়েই চলে আনন্দ দেয় প্রাণে। ফুলের ঘ্রাণে মাতোয়ারা ফুল কুড়িয়ে খেলা, ভোর হতে তাই ফুল বাগানে ছোটে সকালবেলা। মালা গেঁথে গলায় দিয়ে সকাল-সন্ধ্যা ঘোরে, খাওয়া দাওয়া সব ভুলে তাই রঙিন বেশে ওড়ে। এদিক-ওদিক যায় হারিয়ে সোনার ছেলেমেয়ে, দুষ্টুমি আর আনন্দে গান যায় যে তারা গেয়ে।