আমি হব

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মকবুল হামিদ
আমি হবো প্রভাত বেলার ঘুম ভাঙানো পাখি, ঘুম কাতুরে মানুষ জনের ঘুম ভাঙাবো ডাকি। আমি হবো সূয্যিমামার পুব আকাশের আলো, আমায় পেয়ে খাদ্য পাবে বৃক্ষ, পাতা, ডালও। আমি হবো জ্যোৎস্না রাতের দূর আকাশের চাঁদ, তারার সাথে করব খেলা অনেক দিনের সাধ। আমি হব গাঁয়ের চাষা করব ফসল চাষ, সোনার ফসল ঘরে তুলে দিবো বারোমাস।