ওরা দুজনে

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আব্দুস সামাদ
উড়ে, উড়ে বহুদূরে যাবে ওরা দুজনে; দিনমান গাবে গান পাখিদের কূজনে। কাড়াকাড়ি মারামারি খুনসুটি নিত্য; হেসে খেলে ডানা মেলে কখনও বা নৃত্য। নীলিমায় দুজনায় যাবে উড়ে রকেটে; নয় ফাঁকা তিন টাকা দুজনের পকেটে। চাঁদে গিয়ে মাটি নিয়ে গবেষণা করবে; এইবার বাবা মার বুকখানি ভরবে।