শরতের পুজো

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শেখ একেএম জাকারিয়া শরৎ এলো পুজো এলো এলো সুখের হাসি, শঙ্খ বাজে, কাঁসর বাজে বাজে সুরের বাঁশি। বাজনা শুনে সবাই খুশি খুশি জোয়ান বুড়ো, সেই খুশিতে গলা সাধেন পুজোর ধর্মগুরু। রং লাগিয়ে নাকে মুখে রং লাগিয়ে গালে, পুজোর সময় নাচেন সবাই দারুণ ছন্দ তালে। এই পুজোতে ঘুরব সবাই হাসব পরান খুলে, দেখব পুজো মনের সুখে দ্বিধাদ্বন্দ্ব ভুলে।