শরতে আমার গ্রাম

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রাশেদ বিন শফিক নদীর দু'কূল জুড়ে কাশবন দোলে, পুষ্পকানন ভরে রকমারি ফুলে। ভাটিয়ালি গান ধরে মাঝি ভাই সুরে, নীলাভে বকের দল সারি বেঁধে ওড়ে। কিচিরমিচির রবে পাখি ফিরে নীড়ে, ডাহুকেরা ডাকে আরও বিল ঝিল ঘিরে। সবুজ পেখম মেলে আমনের ধানে, হেলেদুলে খেলা করে দখিনা সে বানে। শরতে আমার গ্রাম অপরূপ সাজে, অবসরে এসে প্রিয় দেখে যাও তা যে। জুড়াবে তোমার মন তার রূপে বেশ, ভুলাবে বেদন আর কষ্টের রেশ।