পুজোর আমেজ

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৯, ০০:০০

দিপংকর দাশ
বলছে হেসে রংধনুটা শারদীয়া আসছে, তাইতো শাখে পুষ্প কলি মনের সুখে হাসছে। নদীর ধারে সাদা কাশবন মাথা দোলায় সুখে, লাল রঙের ওই সিঁদুর ছোঁয়া হাসি ফোটায় মুখে। বংশীবাদক আপনমনে তুলছে মধুর গান, রুক্ষ ধরা মুখরিত পাখির কলতান। পুজোর আমেজ বইছে ধরায় খুশি সবার মন, অটুট থাকুক ভালোবাসা সদা সর্বক্ষণ।