পুজোর গন্ধ

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৯, ০০:০০

অপু চৌধুরী
আঁধার গলে তারা জ্বলে আকাশ তারার রূপের ঢাল সবুজ ঘাসে শিশির হাসে সূর্যোদয়ে প্রাতঃকাল। সাঁঝের পরে শিউলি ঝরে শরৎপ্রাণী হাসে খুব অনেক দূরে আকাশজুড়ে গন্ধ বিলায় পুজোর ধূপ। ফিকে ফিকে চতুর্দিকে আওয়াজ তোলে ঢাকের তাল হৃদয়জুড়ে পুজোর ছোঁয়া কী আনন্দ টালমাটাল! হিমেল হাওয়ায় ভেসে বেড়ায় কী সুমধুর শাঁখের সুর কাঁধের ওপর তাক ধিনা ধিন নাচতে থাকে ঢাকের চূড়।