ঢাকের কাঠি

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৯, ০০:০০

শশধর চন্দ্র রায়
তাক দুমাদুম বাজনা বাজে ঢাকের কাঠির তালে, মহানন্দে দুর্গাপুজো হয় যে শরৎকালে। কুড়ুত কুড়ুত ঢাকের কাঠি ছন্দ-তালে বাজে, খুকি আঁকে পুজোর ছবি রং মেখে সে সাজে। ধুম পড়ে যায় ঢাক-কাঠিতে সকাল-দুপুর-সাঁঝে, শহর-গাঁয়ে খুকির পায়ে বাদ্যি নূপুর বাজে।