রাতের আকাশ

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৮, ০০:০০

সোমের কৌমুদী
আকাশটা কী ঘুমোয় না, ঘুম কি তার পায় না ঐ আকাশের তারার দল ঘুমোতে তাকে দেয় না? তারারা আবার বড্ড পাজি, ছুটতে তারা মত্ত মধ্য রাতেও আলোক জ্বেলে ঘুম করে যে নষ্ট। এমন আলোক প্রদীপ দেখে জাগে গাছের পাখি আলোর এমন জলসা দেখে কণ্ঠে তাদের গীতি, গায়ে আলোর পরশ মেখে পাপড়ি মেলে ফুলের দল ঐ আলোকে আগলে রাখে শ্যামল বিলের স্নিগ্ধ জল। রাতের অঁাধার অঁাধার নয়, চতুরদিকে আলোক ধারা সেই আলোতে নিত্য সাজুক আমাদের এই বসুন্ধরা।