জাতির পিতা

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৮, ০০:০০

মাযহারুল ইসলাম অনিক
একটি পাখি হঠাৎ এসে বলছে নানান কথা, দেশের থেকে দূর হয়েছে সকল দুঃখ ব্যথা। সেই পাখিটি গুনগুনিয়ে গাইছে কতো গান, গুলি থেকে বঁাচছে নাকি হাজার হাজার প্রাণ। মুক্ত মনে এখন নাকি চলতে সবাই পারে, স্বাধীনতার ঘোষক যিনি সালাম জানাই তারে। সেই পাখিটি হঠাৎ করে ফেলছে দেখি জল, কান্না কাটি বন্ধ করে কি হয়েছে বল? ভোর বেলাতে ঘোষক বাড়ি আসছে যেন কারা, গুলির ঘায়ে শরীরগুলো করছে জারাজারা। জীবন নিলো পিতা নিলো নিলো তারা সব, শরীর ঘেমে রক্তগুলো করছে যে ধবধব। তাইতো আমি অমন কেঁদে আবার এলাম ফিরে, মুখের কথা চুপটি করে আছিস কেন কিরে? আতর্নাদে বুকটি আমার শুধু ফেটে যায়, অমন পিতা আর কি বলো কভু ফিরে পায়? জড়ো হাতে করছি দোয়া শত্রæ পাবে সাজা, গদির পরে বসে ওরা হোক না যতোই রাজা। শিক্ষাথীর্, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ, যশোর