রবীন্দ্রনাথে পাগলপারা

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৮, ০০:০০

কবির কাঞ্চন
রবিঠাকুর লিখে গেছেন গল্প কবিতা গানে এক জীবনের মানে। তার লেখনী বহমান যে মানুষের মনে-প্রাণে প্রকৃতির আহŸানে। কবির কথা হয়নি পুরান যুগ-যুগের ব্যবধানে সব লোকে তা মানে। বিশ্বকবির খেতাব পেলেন সব বাঙ্গালির আগে সাহিত্য বিভাগে। রবীন্দ্রনাথ পড়ে পড়ে পাই সৃষ্টি সুখের ধারা হই যে পাগলপারা।