জড়োয়া

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

আনোয়ারুল হক নুরী
জুঁই শাকে পুঁই শাখে ওই ডাকে দোয়েলে, নোরা ডাকে জোড়া কাক চড়ুই আর কোয়েলে। আকাশেতে দেখে তারা কত পাখি উড়ে যায় বিমানের মতো তারা আকাশটা ফুড়ে যায়। বক চিল সারি সারি ঠিক যেন হারটা। নোরা আর নারীতায় দেখে বলে কারটা? দাদু বলে দাদিমার হার নিল এ চিলে। দাদি বলে পাব আমি দাদু ঘড়ি বেচিলে। নারীতায় বলে ওঠে নেই কোনো পরোয়া। আমি হব দাদিমার কণ্ঠের জড়োয়া।