বাংলা মায়ের ঋণ

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

ফাহমিদা ইয়াসমিন
বাংলা মাকে কেমন করে ভুলি ঠিক যেন চিত্রকরের তুলি প্রাণে মিশে আছে মাটির টান এত দূরে এসেও গাই তার গান আমার চিরচেনা সেই নদী প্রবাসে ফিরে পেতাম যদি কোথায় পাবো আমনধান পাকা পরবাসে ঘোরাই জীবনের চাকা আঁকাবাঁকা পথে হাঁটিনা কতদিন কেমনে শোধরাবো মায়ের ঋণ।