মায়ের ভাষা

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

স্বজন নাহিদ
সবুজ পাতার ছায়ার ফাঁকে সোনামাখা রোদ, সেই ছায়াতে অবুঝ শিশুর মনে জাগে বোধ ? কিচিরমিচির পাখির ভাষা বাংলা আমার বোল, সেই ভাষাতে স্বপ্ন আঁকা অন্তরে দেয় দোল ? এমন মধুর ভাষার জন্য দিতে পারি জান, সেই ভাষাতে জীবন দিয়ে বাড়ল দেশের মান ? হীরার চেয়ে দামি আমার মায়ের অতুল ভাষা, নিজ ভাষাতে বলব কথা এটাই কবির আশা ?