আমার প্রতিজ্ঞা

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

সৈয়দ শরীফ
এখন থেকে স্বপ্ন এঁকে রাখব ঢেকে মন-গহিনে, নিজকে ভালোয় রাখব হাজির, থাকব পাজির সঙ্গহীনে। হিংসা-ঘৃণা তাও বুঝি না বাঁচব শুধুই ভালোবেসে, সব আঁধারের দ্বারে দ্বারে জ্বলব আমি আলোবেশে। ভুল পথে নয়, করব উদোয় সঠিক পথের সূর্যটাকে, ওদের দেবো শাস্তি হেসে যারাই দেশে দুর্জোট আঁকে। বুদ্ধিগুলোর শুদ্ধি করে গড়ব নিজের আদর্শকে, আফসোসে খুব কাঁদবে বসে মানুষ রূপের বাঁদর শোকে। থাকছি আশায় একদিন আমায় করবে সবাই অনুসরণ, করবে জানি বীরসেনাদের ক্ষিপ্ত হাতের ধনু স্মরণ।