শ্রদ্ধা রাসেলে

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৯, ০০:০০

হামীম রায়হান
বাবা মায়ের চোখের মণি, ভাই বোনদের জান, দুষ্টমি তার চোখে মুখে, সরল ছিল প্রাণ। সাইকেল ছিল অতি প্রিয়, ঘুরত সারা বাড়ি, সারা বাড়ি উঠত জেগে আওয়াজ শুনে তারি। প্রজাপতির ডানার মতন রঙিন ছিল আশা, দেশের জন্য করবে কাজ, পাবে ভালোবাসা। সেই খোকাটির জন্মদিনে থাকত সবাই খুশি, আজও খোকার জন্য স্নেহ রাখে মনে পুষি। আজও বুকে ব্যথা জমে, কষ্ট ডানা মেলে, এই বাংলার মানুষ জানায় শ্রদ্ধা রাসেলে।