কলম সমাচার

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নাসিমা হক মুক্তা কলমরে তুই বেড়াস, হাঁটিস খাতার পিঠে জোরে- তোর ছোঁয়াতে জানিস-কেমন কথার কী ফুল ছোড়ে! আস্তেরে চল, ধীরেও চল হারিসনে ভাই ছলে, কলমরে তোর মনের আবেগ কথার কৌতুহলে। সত্য এবং মিথ্যের ফুল ছিঁড়েই ফেলিস তুই সত্য ডালে নিত্য ফোটাস কথার সুবাস জুঁই। এক পৃষ্ঠায় বিজয়রে তোর অন্য পৃষ্ঠে জয়, সবার সামনে আঁকিস কত সুনাম পরিচয়! কলমরে তুই হাঁটিস পাতায় ছোট্ট ছোট্ট পায়ে, তোর চলা ঠিক ঢেউয়ে কাঁপে ছন্দ-তালের নায়ে।