হেমন্ত

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৯, ০০:০০

বাসু দেবনাথ
শিশির ভিজে মাঠের ঘাসে আসলো বুঝি হেমন্ত চারিদিকে ধুম পড়ে যায় পিঠা-পুলির নেমন্ত। প্রভাত কালে হালকা শীতে আবছা ঢাকে কুয়াশায় কচিপাতার ফাঁকে ফাঁকে মিষ্টি রোদে খেলা খায়। পাকা ধানের গন্ধে মাতে অপেক্ষিত কৃষক মন ধান কাটারি ধুম যে পড়ে সে তো জানে সর্বজন। উৎসবে সব মুখরিত এমন ঋতু হেমন্ত সারাবছর থাকত যদি হতো বলো কেমন তো?