ডাকছে দূরের বন

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৯, ০০:০০

ডি. হুসাইন
আমার যেতে ইচ্ছে করে অচিনপুরের কুঁড়েঘর পাখির মতো উড়ে উড়ে শহর ছেড়ে অনেক দূরে দেখব আমি চক্ষু মেলে গাইব আমি হৃদয় খুলে ডাকছে দূরের বন। মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে পাহাড় চূড়া সব মাড়িয়ে ক্লাসের পড়া শিকায় তুলে বাবার শাসন ভুলে গিয়ে যাবো আমি সেই সে দূরে দেখব আমি ঘুরে ঘুরে ভাবছি সারাক্ষণ।