হেমন্তের গান

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৯, ০০:০০

দিপংকর দাশ
ধানের ক্ষেতে শিশির বিন্দু করছে দেখো স্নান, মৃদু হিমেল পরশ জানায় নতুন আহ্বান। হাসছে কৃষক কৃষাণি তার ক্ষেতে পাকা ধান, গুনগুনিয়ে গাইছে দোয়েল হেমন্তেরই গান। নতুন ধানের মিষ্টি গন্ধে ভরে ওঠে মন, ক'দিন পরেই নবান্নতে বিশাল আয়োজন। পায়েস পিঠা কত্ত মিঠা জিহ্বায় আনে স্বাদ, হেমন্তে আজ ভেঙ্গে গেছে আমার খুশির বাঁধ।