হৃদয় বনে

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৯, ০০:০০

মো. রাবিউল ইসলাম
বাড়ির পেছন গাছের ডালে ডাকত পাখি রোজ সকালে সাজত আকাশ রক্ত লালে ভোরের সূর্য উঠলে। কাক পাখিরা কা কা করত ফিঙে পাখি ফড়িং ধরত গুঞ্জন করে ভ্রমর ঘুরত বাগানের ফুল ফুটলে। ওসব ছবি ভাসলে মনে যাই হারিয়ে অতীত ক্ষণে ঘুরে বেড়াই হৃদয় বনে খুঁজতে মধুর স্মৃতি। সোনালি সেই সময় গেল কী আধুনিক যুগ যে এলো হাতে সবাই ফোনটা পেল গড়তে হাওয়ায় প্রীতি।