আসে যখন হেমন্ত

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৯, ০০:০০

কাব্য কবির
শরৎ গেলে হেমন্ত আসে \হমায়াবী রূপ নিয়ে হেমন্ত এলে হয় যে শোন \হধান শালিকের বিয়ে। হেমন্ত এলে কলাই ফুলে \হমনটা খুলে হাসে, নরম রোদের মিষ্টি আসে \হঝিকিমিকি ঘাসে। হেমন্ত এলে কৃষকেরা \হনতুন ধান যে কাটে, চাষির কণ্ঠে ভাটিয়ালি \হযায় যে শোনা মাঠে। পিঠা খাওয়ার ধুম পড়ে যায় \হআসে যখন হেমন্ত, নতুন ধানের চিড়া, মুড়ি \হখেতে করি নেমন্ত।