মুখ চেনা মাছ 'আর্চার ফিশ'

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৯, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
এমন এক মাছের কথা বলছি যা মানুষের মুখ চিনতে পারে! প্রাণীবিদরা মাছের মধ্যে মানুষের চেহারা শনাক্ত করার ক্ষমতা আবিষ্কার করেছেন। হঁ্যা, আমি আর্চার ফিশের কথা বলছি যা মানুষের চেহারা দেখে মনে করতে পারে যে এই চেহারাটি সে আগে দেখেছিল। আর্চার ফিশের মধ্যে টক্সোট ক্যাটেরিয়াস নামের একটি প্রজাতি রয়েছে যার মধ্যে রয়েছে মানুষের চেহারা মনে রাখার মতো আশ্চর্য গুণ। প্রথমত এই মাছের পোকামাকড় শিকারের পদ্ধতি দেখেও তুমি অবাক হতে বাধ্য। এরা মুখ থেকে পানির প্রবাহ থুতুর মতো নিঃসৃত করে পোকামাকড় পরাস্ত করে নিজেদের শিকারে পরিণত করে! হঁ্যা, এই মাছ মানুষের মতো থুতুও ফেলতে পারে! গবেষণায় দেখা গেছে স্বচ্ছ পানির ক্যাটেরিয়াস মাছ প্রায় ৪৪ জন মানুষের চেহারা মনে রাখতে সক্ষম। গবেষকরা একটি স্বচ্ছ কাচের ট্যাংকে ক্যাটেরিয়াস মাছ রেখে তার পাশে একটি কম্পিউটার পর্দায় দুটি মানুষের ছবি ভাসিয়ে তোলেন। তারা যে কোনো একটি চেহারা শনাক্ত করতে প্রশিক্ষণ দেন মাছটিকে। পরে ছবি দুটির অবস্থান পরিবর্তন করে দেয়া হলেও মাছটি সঠিকভাবে প্রথমে যে ছবিটিতে থুতু দিয়েছিল তাতেই থুতু দেয়। গবেষকরা সেই ছবিটি কম্পিউটার এডিটিংয়ের মাধ্যমে যথেষ্ট পরিবর্তন করে কম্পিউটার স্ক্রিনে দেখালেও মাছটি তা সঠিকভাবেই শনাক্ত করে! প্রাণিবিজ্ঞানীদের নিকট এখনো আর্চার মাছের এই ক্ষমতা একটি রহস্যের মতোই হয়ে আছে।