বিস্ময়কর এক জীবের খবর

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৯, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
দেখতে ছত্রাকের মতো কিন্তু আচার-আচরণে, চলনে-বলনে, স্বভাবে-চরিত্রে একেবারেই একটা প্রাণীর মতো! নতুন আবিষ্কৃত এই জীবটিকে ঘিরে বিজ্ঞানীরা রীতিমতো ধাঁধায় পড়েছেন। তবে এটি যে উদ্ভিদ নয়, সে বিষয়ে তারা নিশ্চিত। বাহ্যিক গড়নে এটি মাশরুম, অভ্যন্তরে প্রাণিসদৃশ। তাই আবিষ্কর্তারা রহস্যজনক এই জীবটির নাম দিয়েছেন 'বস্নব'। প্যারিসের চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রকাশ্যে এনেছেন রহস্যময় এই জীবটিকে। এককোষী এই জীবটির 'মস্তিষ্ক' বলে কিছু নেই, চোখ নেই, মুখ নেই, এমনকি পেটও নেই। কিন্তু কোনো কিছুর অস্তিত্ব ঠিকই টের পায় এবং খিদেও পায় এই জীবটির। দীর্ঘ পর্যবেক্ষণে বিজ্ঞানীরা দেখেছেন, বস্নবের খাবার চিনতে ভুল হয় না। শুধু খাবারই চেনা নয়, বেমালুম হজমও করে ফেলে। বিস্ময়ের এখানেই শেষ নয়! পা নেই, ডানা নেই তবুও নিজের মতো করে চলাফেরা করে আজব জীবটি। কেটে দুই টুকরো করে ফেললেও মাত্র ২ মিনিটের মধ্যে আগের অবস্থায় ফিরে আসে। প্যারিস মিউজিয়াম অফ ন্যাচরাল হিস্ট্রির ডিরেক্টর ডেভিড ব্রম্ননো, এই জীবটিকে 'প্রকৃতির রহস্য] হিসেবে উলেস্নখ করেন। তিনি বলেন, বস্নবের মস্তিষ্ক নেই কিন্তু শেখার অদ্ভুত ক্ষমতা রয়েছে। একজন যা শেখে, অন্যজনের মধ্যে সেই বার্তা পৌঁছে দেয়। ডেভিড আরও বলেন, এটি যে উদ্ভিদ নয়, সে বিষয়ে আমরা ১০০ ভাগ নিশ্চিত। কিন্তু এটি ফাঙ্গাস না প্রাণী, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।