খোকার বায়না

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৯, ০০:০০

রহিমা আক্তার রীমা
ইঁদুর ছানা নেইতো ডানা তবু কেন এত বাহানা তিড়িং বিড়িং লাফ মেরে দাও যে ঘরে হানা? লক্ষ্ণী সোনা চাঁদের কণা একটু হও শান্ত, ফুড়ুৎ-ফাড়ুৎ করো তুমি হওনা কেন ক্লান্ত? খেতে দিবো যে খাবার পড়তে দিবো জামা, তুমি আমার ভাগ্নে হবে আমি হবো মামা। ঘুম পাড়িয়ে দিবো রোজ বালিশ পেতে খাটে চুপটি করে ঘুমিয়ে যাবে ঘুম পরীদের হাটে। হাতে চুরি পায়ে নূপুর নাকে দিবো নোলক রাত-দুপুরে শোনাবো আমি হাজার খানিক শ্লোক। ও ইঁদুর জি শুনছো তো বলছি তোমায় আমি, বায়না শুধু একটাই আমার বন্ধু হবে কি তুমি?