তারার হাসি

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৯, ০০:০০

গাজী আবু হানিফ
তারাগুলো হাসছে মিটিমিটি ফুলের মতো দেখতে পিটিপিটি ফুলের সুবাস ছড়ায় মিষ্টি মিষ্টি তারাগুলো তোমার আমার ইষ্টি তারাগুলো ঝিকিমিকি করে স্বপ্ন আঁকি সুখে নয়ন পরে দেখে দেখে পরাণখানি ভরে লক্ষ্ণী তারা এসো আমার ঘরে তারাগুলো রাতে কেন আসে? সবাই কেন এত দূরে হাসে?