বঙ্গমাঝে হেমন্ত

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৯, ০০:০০

সামিমা বেগম
হিম-কুয়াশা পথের ধারে শীতের পরেই বসন্ত, শীত আগমন বার্তা নিয়ে বঙ্গমাঝে হেমন্ত। হিমঝুরি আর শিউলি ছাতিম \হফোটে আরও গন্ধরাজ, সবুজ পাতায় শিশির ঝরে সকাল-বিকাল সন্ধ্যা সাঁঝ। ধানের আঁটি বোঝাই করে কৃষক ফিরে অঘ্রানে, কৃষানি তার বানিয়ে গোলা খুশিতে হয় আটখানে। মাড়াই কলে চলছে এখন ধান ভাঙানোর নয়া গান, গাঁও-গেরামে ব্যস্ত সবাই তুলতে গোলায় নতুন ধান। খেজুর রস আর পিঠা-পুলির চলছে এখন হেমন্ত শীতের খাবার খেতে মজা টাটকা সতেজ জীবন্ত।