হেমন্ত

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৯, ০০:০০

রুহুল আমিন রাকিব
পাখি উড়ে দূরে চলে কিচিরমিচির সুরে সুরে পাকা ধানের সুবাস ভাসে যে দিক তাকাই কাছে দূরে। শিশির কণা তাসবি দানা ছুঁইতে তারে নেইতো মানা তাই না দেখে ধানের খেতে গান ধরেছে ফড়িং ছানা। সেই খুশিতে কৃষান হাসে হিমেল হাওয়া তাই না দেখে নেচে গেয়ে মাঠের বুকে শিশির কণা নেয় যে মেখে। সোনা আলোয় রবি হাসে খুব সকালে পুবের কোণে। কৃষান চলে মাঠের বুকে কাস্তে হাতে স্বপ্ন বুনে। নতুন চালের হরেক পিঠা শহর কিবা গাঁয়ের ঘরে এলো এলো, এলো ফিরে শরৎ শেষে হেমন্তরে।