নবান্ন

প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৯, ০০:০০

আরিফ হোসেন সবুজ
নতুন ধানের পিঠা খেয়ে হয় যে রঙিন মুখ, নবান্নতে কারও মনে থাকে নাতো দুখ। সবাই মিলে সুরে সুরে গায় সুখেরই গান, চতুর্দিকে যায় ছড়িয়ে পিঠা-পুলির ঘ্রাণ। সারা গ্রামে খুশির জোয়ার মুখর হলো ঘর, ধনী-গরিব আপন সবই নেই তো কোনো পর।