গাঁয়ের চাষি

প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৯, ০০:০০

আহমেদ কবির
পুব আকাশে সূয্যিমামা উঁকি মারার আগে, পাখির ডাকে ভোর বিহানে গাঁয়ের চাষি জাগে। লাঙল কাঁধে বলদ নিয়ে মাঠের পানে ছোটে, চাষের কাজে মগ্ন থাকে সুখের হাসি ঠোঁটে। রোদ্রে পুড়ে বৃষ্টি ভিজে মাঠে কাটায় বেলা সোনা ফসল তুলবে ঘরে কাজে নাই যে হেলা, সোনার ধানে ভরলে গোলা সুখ ললাটে চুমে, সব পাড়াতে আমেজ বাড়ে পিঠাপুলির ধুমে।