খোকা ও ঘাসফড়িং

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০

মোজাম্মেল সুমন
ফড়িং নাচে তিড়িংতিড়িং করে, \হচুপচাপ এমন বুদ্ধি দিয়ে \হধানক্ষেতেরই কাছে গিয়ে হঠাৎ খোকা এক ঘাসফড়িং ধরে। তার তিনজোড়া সন্ধিযুক্ত পা যে, \হকালো চোখে মায়া সাজে \হউড়ার পাখা দেহের ভাঁজে ধানপাতারই মতো সবুজ গা যে। ঘাসফড়িংটি পালাবে তাই নড়ে, \হদুটি খাঁড়া শিং তার আছে \হতবু বন্দি হাতের কাছে শিকারি ভাব খোকার চোখে স্বরে। ভয়ে চঞ্চল ফড়িং মানিক কাঁদে, \হভাবে সে কে বাঁচায় তারে \হআজ যে মারা যেতে পারে খোকা ছেড়ে দিল খানিকবাদে। খোকা বাসায় ফিরে নিশ্চুপ থাকে, \হরং পেন্সিল ও খাতা নিয়ে \হমনের আদর সোহাগ দিয়ে সুন্দরভাবে সেই ঘাসফড়িং আঁকে।