হতাম যদি

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০

দিপংকর দাশ
হতাম যদি নীল আকাশের ওই সে ধ্রম্নবতারা, বসুন্ধরায় দিতাম ঢেলে আলোর স্রোতধারা। হতাম যদি দূর পাহাড়ের উঁচু খাড়া চূড়া, মেঘের সাথে হতো রোজই চাঁদের দেশে ঘোরা। হতাম যদি স্রোতঃস্বিনীর মন ভোলানো ঢেউ, ভাসিয়ে নিতাম সকল জরা কষ্টে না রয় কেউ। হতাম যদি ফুলের বাগে রঙ্গিন প্রজাপতি, রঙে রঙে রাঙিয়ে দিতাম জীবন নিরবধি।