বিজয়ের ছড়া

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ইবরাহীম আদহাম
রবি ওঠে ফুল ফোটে পাখি গায় গান গগনের তলে ওড়ে বিজয় নিশান। রাত আসে তারা ভাসে চাঁদ মুখে হাসি বিজয়ের সুরে বাজে রাখালের বাঁশি। মৌমাছি নাচি নাচি ছোটে মৌ বনে বিজয়ের ধ্বনি ওঠে বাঙালির মনে। গাছপালা নদীনালা অপরূপ ধরা ছন্দ তালে বলি তাই বিজয়ের ছড়া।