হেমন্তের পরে শীত

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

জোবায়ের মিলন
বাতাস গায়ে শনশন কনকন শীতের ছোঁয়া লাগে শেষ বিকেলে হিম বুড়িটা একটু একটু জাগে। ভোর সকালে রোদের মেজাজ থাকে নিবিড় শান্ত শিশির পড়ে একটু ভেজে শুরু শেষের প্রান্ত। ভেসে বেড়ায় মেঘের দলা ছোট ছোট দলে দেখতে যেন আকাশ পথে রেলগাড়ি এক চলে। চারিপাশে মলিন পাতা জরা জরা প্রাণ হেমন্তটা শীত ঋতুকে করে আহ্বান।