স্বাধীন পাখি

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

মো. ইউনুছ আলী
ডানা মেলে একটা পাখি দূর আকাশে ওড়ে, তারার সাথে হেসে হেসে কি মিতালি জোড়ে! আবার যখন ইচ্ছে জাগে বসে গাছের ওপর, গানের তালে নেচে নেচে দেখায় দারুণ রূপ ওর! এত্ত হাসি এত্ত যে গান জানো ওটার মানে? এর মানে সে স্বাধীন এবং গানও দারুণ জানে।