চেনা অর্কিড, অচেনা অর্কিড

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
য় হাট্টি মা টিম টিম ডেস্ক অর্কিড হচ্ছে সপুষ্পক উদ্ভিদের সবচেয়ে বৃহৎ গোত্র। ২৫০০০ হাজারের ও বেশি প্রজাতি নিয়ে অর্কিড হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সপুষ্পক উদ্ভিদের একটি গোত্র। অর্কিড বা অর্কিড পরিবার (ঙৎপযরফধপবধব ভধসরষু) হচ্ছে সপুষ্পক উদ্ভিদের একটি পরিবারের নাম। এরা রঙিন, সুগন্ধি আর বহুলবিস্তৃত হয়। অ্যাস্টারাসি পরিবারসহ, দুটি বৃহৎ পরিবারে বর্তমানে ৮৮০টি গণে ২১,৯৫০ থেকে ২৬,০৪৯টি গৃহীত প্রজাতি আছে। সিংহভাগ অর্কিডই পরাশ্রয়ী, তবে ভূমিজ অর্কিডও আছে, আছে মৃতজীবীও। পৃথিবীর সব মহাদেশেই অর্কিড দেখা যায়। মজার ব্যাপার এই উদ্ভিদগুলোর প্রতিটি ফুল, একটি অন্যটির চেয়ে ভিন্ন, স্বকীয়তা বজায় রাখে এবং সাধারণ উদ্ভিদের ফুলের তুলনায় কাটা অবস্থাতেই দীর্ঘদিন সতেজ থাকতে পারে।