গ্রামবাংলার অতি চেনা কড়ি প্রজাপতি

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
য় হাট্টি মা টিম টিম ডেস্ক গ্রামবাংলায় যেসব প্রজাপতি সচরাচর চোখে পড়ে কড়ি প্রজিপতি তার মধ্যে একটি। এটা এই উপমহাদেশের অতি চেনা প্রজাপতি। কড়ি প্রজাপতির ওড়ার সময় এদের ডানার ওপর ও নিচের পিঠের বৈপরীত্য চোখে পড়ে। মাটি থেকে ৩-৪ ফুটের মধ্যেই এরা উড়ে বেড়ায়। তবে একটানা বেশিক্ষণ না উড়ে পাতায় বা ফুলের ওপর বসে পড়ে। ডানা সম্পূর্ণ ভাঁজ করেই বসে এ প্রজাপতিটি। পুরুষ প্রজাপতিরা ভেজা মাটিতে বসে জলপান করে। সমভূমির চিরহরিৎ অরণ্য এবং ভারী বৃষ্টিপাত হয় এমন অঞ্চলে এদের পাওয়া যায়। বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান ও মিয়ানমারে এ প্রজাপতিটি দেখতে পাওয়া যায়। এটা একটা কড়ি প্রজাপতি, ইংরেজি নাম কোয়েকার (ছঁধশবৎ) আর বৈজ্ঞানিক নাম ঘবড়ঢ়রঃযবপড়ঢ়ং ুধষসড়ৎধ (ইঁঃষবৎ). এরা লাইসিনিডি পরিবারভুক্ত প্রজাপতি, ডানার বিস্তার মাত্র ১৬-৩০ মিলিমিটার। এদের প্রধান রং সাদা, বিচ্ছিন্নভাবে গায়ে কালো ফুটকি রয়েছে, তবে লেজ নেই। স্ত্রী ও পুরুষ প্রজাপতি দেখতে একই রকমের। এদের ওপর পিঠ কালচে খয়েরি, প্রতি ডানার ঠিক মাঝখানে একটা সাদা অঞ্চল রয়েছে। ঋতুভেদে এই সাদার পরিসর কমে, বাড়ে। নিচের পিঠ পেছনের ডানায় সামনের প্রান্তে একটা স্পষ্ট কালো বিন্দু। এ ছাড়া ডানার গোড়ায় কয়েকটি সাদা ফুটকি থাকে ডানার খোঁপে ও মাঝ আঁচলে- তবে এগুলো অনিয়মিত।