১৫ আগস্ট স্মরণে

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

শরীফ সাথী
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমন কোনো বাঙালি নেই যে কখনো এমন সুমধুর নামটি শোনেননি। সমগ্র বিশ্বের ইতিহাসে অনন্য অনবদ্য এক অবিস্মরণীয় একটি নাম, একটি আদশর্। ১৫ আগস্ট এলে হৃদয় মাঝে কান্নার বঁাধভাঙা ঢেউ দুচোখ বেয়ে গাল বয়ে যায়। বেদনার অব্যক্ত কথাগুলো মুখে আসে অবিরত এভাবে ছোপ ছোপ রক্তে ভেজা সিঁড়ি, ধানমÐির ৩২নং রোডের রক্ত¯œাত বাড়ির মেঝেতে সপরিবারে ঘুমিয়ে সবর্কালের অবিস্মরণীয় বেদনা কাতর বেদনা বিধুর পরিবেশ। নিমর্ম, ববর্রতা বিপথগামী ভÐের নিষ্ঠুর কলঙ্কময় জঘন্যতম কিছু ঘাতকের ছোবল-খাবল বুলেটের আঘাত কোনো কিছু বুঝে ওঠার আগেই নিথর-নিস্তেজ দেহগুলো পড়ে আছে। দাদুদের কাছ থেকে ১৫ আগস্টের এমন কথা অধর্নমিত পতাকার কথা শুনতে শুনতে আমার চোখ ফেটে রক্তে অশ্রæ ঝরতে ঝরতে বুক ভাসিয়ে চাপড়ায় আর বলি বঙ্গপিতা তুমি চিরদিনের মতো ঘুমাওনি তুমি আছো আমার ভিতর। আছো তুমি প্রতিটি বাঙালির ভিতর। আছো তুমি তজর্নী উঁচিয়ে বাংলার পতাকা হাতে। তুমি সবর্কালের সবের্শ্রষ্ঠ বাঙালি। তুমি এই বঙ্গের পিতা। এ দেশের এই সবুজ সমারোহের ঢেউয়ে মিশে আছে তোমার স্মৃতি ছবি গাছে গাছে পাখিদের কণ্ঠে বাজে তোমার স্মরণ ধ্বনি ঝরনা স্রোতের কলতানে খঁুজে ফিরে দেখি তোমার সমুজ্জ্বল মুখ। জোছনার চাওয়াতে তোমার চাওয়া খঁুজে পায়। ১৫ আগস্ট এই বাংলার শোকবহ দিন হারানোর দিন। কালো পতাকা বহনের দিন। বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আবহমান ধারায় বয়ে যাও তুমি বাঙালির শিরায় শিরায় হৃৎপিÐে। জেগে ওঠো পিতা, জেগে ওঠো, তোমার মুক্তিকামী স্বাধীনচেতা বাঙালিরা আজ কেমন আছে? তোমার স্বপ্নময়ী ষড়ঋতুর সোনার বাংলাদেশ গ্রীষ্মের ম-ম ফলের সুমিষ্ট গন্ধ, বষার্র রিমঝিম বৃষ্টির মায়াগান ছন্দ; শরতের কাশফুল ঘাসফুলে সাজানো প্রকৃতি। হেমন্তের নবান্ন উৎসব, শীতের শিশির স্নাত কচি ঘাসের দৃশ্য; বসন্তের উদাত্ত যৌবনের আহŸান আজ কেমন আছে? হয়তো তুমি দেখছো পিতা সমগ্র বাংলাকে সমগ্র বাঙালির মায়াবী চক্ষু মেলে অপলকে অপলকে...।