ঈদের দিনে

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

আবু আফজাল সালেহ
ঈদের দিনে খুশির দিনে সকাল বিকাল ফুতির্ পাঞ্জাবি আর নতুন জামায় আতর-টুপি-কুতির্। মিষ্টিমুখে সবাই মিলে করব কোলাকুলি বিভেদ বড়াই ভুলে গিয়ে পরাণ খোলাখুলি। গরুর গোস্ত মুরগি-খাসি আছে ঘ্রাণের পোলাও খেয়েদেয়ে দিই বিলিয়ে হাতে হাতে মিলাও। বন্ধু-স্বজন পাড়ার লোকে মিলব ভেবে বুকে ছোটবড় নেইতো তফাৎ দুঃখ কিবা সুখে।