সোলার ফ্লেয়ার

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
সূযের্র উপরিভাগে মাঝেমধ্যে প্রচÐ বিস্ফোরণ ঘটে তখন মহাকাশের লাখ লাখ মাইল এলাকাজুড়ে বিশাল আগুনের শিখা ছড়িয়ে পড়ে। এই শিখার তাপমাত্রা লাখ ডিগ্রি ছাড়িয়ে যায়। এই শিখা মূলত চাজর্যুক্ত ইলেকট্রন, প্রোটন কণিকার স্রোত যা আলোর বেগে ছুটে চলে। এ ছাড়া এর মধ্যে থাকে প্রচÐ শক্তিশালী বিভিন্ন রশ্মি। সৌরজগতের এই আশ্চযর্ হলো সোলার ফ্লেয়ার বা সৌরঝলক। সূযের্র এই চাজর্যুক্ত কণিকাগুলো পৃথিবীর বায়ুমÐলের আয়নোস্ফিয়ারের সঙ্গে সংঘষর্ ঘটায়। তখন হঠাৎ করে কিছু সময়ের জন্য পৃথিবীব্যাপী রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এ ছাড়া রাডার যোগাযোগ ব্যবস্থাও সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।