সোনালি বাদুড়’

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
বাদুড় প্রজাতির এক নতুন সদস্য প্রাণিজগতে নতুন করে নাম লিখিয়েছে। বলিভিয়ার সোনালি প্রজাতির বাদুড়কে প্রাণিজগতের নতুন সদস্য বলে আখ্যায়িত করেছেন বিজ্ঞানীরা। এই প্রজাতির বাদুড়টির দেখা মেলে শুধু বলিভিয়াতেই। বিশ্বের অন্য কোনো স্থানে এই বাদুড়ের অবস্থান চিহ্নিত করা যায়নি আজ পযর্ন্ত। বিজ্ঞানীরা এই বাদুড়ের নাম দিয়েছেন ‘মাইয়োটিস মিডাসটাকটাস’। এই নামকরণের পেছনে রয়েছে গ্রিক মিথ। মিডাস নামক গ্রিক রাজা যিনি তার স্পশের্ যে কোনো কিছুকে স্বণের্ পরিণত করে ফেলতে পারতেন তার নামের সঙ্গে মিলিয়ে নামকরণ করা হয়েছে এই সোনালি বাদুড়ের। -নতুন প্রজাতির এই বাদুড়টির গায়ের রং হলুদ ও সোনালির মিশ্রণে। -সাধারণ বাদুড়ের তুলনায় এই বাদুড়গুলোর গায়ে অনেক বেশি লোম দেখা যায়। -বলিভিয়ার উষ্ণমÐলীয় অঞ্চলে এই বাদুড়গুলো বেশি নজরে পড়ে থাকে। - ছোট পোকামাকড় এই বাদুড়ের প্রধান খাদ্য।