বিজয় নিশানের গল্প বলি

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
শিশুসাহিত্য শব্দটি বলতে ও শুনতে যত সহজ মনে হয়। ততটা সহজ নয় বলেই অনেক মহৎ সাহিত্যিকও সাহিত্যের এই শাখাটিকে স্পর্শ করেননি। কারণ সাহিত্যের এই একটি শাখায় সহজ কথাকে সহজে বলার জন্য মনন হতে হবে শিশুদের মতো। সাহিত্যিককে ধারণ করতে হবে শিশুদের স্বভাব, কথা বলা জানতে হবে একটি আদর্শ শিশুর মতোই। বাক্য গঠনে মনে রাখতে হবে ইতিবাচক সবদিক। যদিও অনেকেই শিশুসাহিত্য রচনা করেন তা না জেনে-বুঝেই। অথবা নির্মাতা না খেয়াল করেই রচনা করেন। নির্মাতা বললাম, এ কারণেই যে যারা শিশুসাহিত্য রচনা করেন সেটা যদি আদর্শ শিশুসাহিত্য হয় তাহলে বুঝে নিতে হবে তিনি সত্যি একজন স্রষ্টা। এ ক্ষেত্রে কবি ফখরুল হাসানের একটি বই সম্প্রতি হাতে পেয়ে তাকেও একজন নিখুঁতশিল্পী মনে হয়েছে। তিনি কবিতায় যতটা সৃষ্টির স্বাক্ষর রেখেছেন ঠিক ততটা যেন শিশুতোষ গল্প 'বিজয় নিশান' নামক গল্পের বইয়েও পেরেছেন। একটি মাত্র গল্পে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমকালীন সময়ে কথা তুলে ধরেছেন খুব সহজ ও সাবলীলভাবে। গল্পটিতে যুদ্ধের কাহিনী থাকা সত্ত্বেও তিনি বাংলার প্রকৃতির অশেষ রূপের ভান্ডার তুলে ধরেছেন। দেখিয়েছেন শিশুদের ভালোলাগা মন্দলাগার বিষয়গুলোও। চমৎকার চমৎকার ছবি সংবলিত বইটি গল্পের মতো করেই বাস্তবতাকে চোখের সামনে তুলে ধরবে। কালান্তর প্রকাশনীর ব্যানারে বইটি প্রকাশ হয়েছে। সুন্দর ও মনকাড়া অলঙ্করণ ও প্রচ্ছদের জন্য লেখকের মতো তন্ময় হাসানও নিজের চিন্তার স্বাক্ষর রেখেছেন বইটির প্রতিটি পাতায়। বইটি শিশুদের পাশাপাশি বড়দেরও পাঠতৃপ্ত করবে বলে সংগ্রহে রাখার মতো।