বের হয়েছে ছোটদের সময়

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
বের হয়েছে ছোটদের সময়-এর গল্প সংখ্যা। ছড়া-কবিতা লিখেছেন- হাবীবুলস্নাহ সিরাজী, আসলাম সানী, পিয়াস মজিদ। এ সংখ্যায় গল্প লিখেছেন- আল মাহমুদ, ফরিদুর রেজা সাগর, আলম তালুকদার, ফারুক নওয়াজ, রহীম শাহ, আমীরুল ইসলাম, ফারুক হোসেন, খালেদ হোসাইন, ফজলে আহমেদ, বিএম বরকতউলস্নাহ্‌, রেজাউল করিম খোকন, নজরুল ইসলাম নঈম, মানজুর মুহাম্মদ, আশরাফুন্নেছা দুলু, শামীমা জাফরিন, মোরশেদ কমল, শাহনেওয়াজ চৌধুরী, অদ্বৈত মারুত, ওমর বিশ্বাস, মনসুর আজিজ, অরুণ কুমার বিশ্বাস, আহমেদ সাব্বির, অরণ্য প্রভা, প্রিন্স আশরাফ, দেওয়ান আজিজ, জসীম আল ফাহিম, শিবুকান্তি দাশ, আখতারুল ইসলাম, রণজিৎ সরকার, আবিদ আজম। এ সংখ্যায় সাক্ষাৎকার নেওয়া হয়েছে- শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের। ছোটদের লেখায় আছে- প্রকৃতি মঈনুদ্দীন পদ্ম-এর ছড়া। পাঠ-বিবেচনায় গত সংখ্যা নিয়ে লিখেছেন- তপন বাগচী। প্রচ্ছদ করেছেন- শিল্পী রজত। সংখ্যাটির মূল্য ১০০ টাকা। সংখ্যাটি পাওয়া যাবে পাঠক সমাবেশ, শাহবাগ; এবং বাতিঘর বিশ্বসাহিত্য কেন্দ্রে।